জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে মানিকগঞ্জ নবীন সিনেমা হলে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার ও সাধারন সম্পাদক আবুল বাসারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা । এসময় দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষও দেখতে আসছেন সিনেমাটি।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে টিকিট কেটে হলে প্রবেশ করেন তারা। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জসীম উদ্দিন, জিয়াউর রহমান জিয়া, মাহমুদ আব্বাস, রাশেদুল ইসলাম, ফিরোজ হাসান সহ অন্যান্যরা।
সিনেমা দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড: আবু বকর ছিদ্দিন খান তুষার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিলো একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি এনে দিয়েছেন লাল সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন নতুন প্রজন্মকে অসত্য, অর্ধসত্যকে প্রত্যাখ্যান করতে ও বঞ্চনা-অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্দীপনা যোগায়। তাই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ও জানতে তরুণ প্রজন্মকে এ সিনেমাটি দেখার আহ্বান জানান তাঁরা ।