1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জ সদর কর্তৃক অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক উপকরণ এবং গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :

টেকসই উন্নয়ন অভিষ্ট-০৪ “মানসম্মত শিক্ষা” নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ সদর কর্তৃক অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক উপকরণ এবং গাছের চারা বিতরণ করা  হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের  ডিডি, পরিসংখ্যান কার্যালয়ের ডিডি, সদর উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার   এবং বিশিষ্ট সমাজসেবক দিবাংশু বিশ্বাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ।

প্রধাব অতিথির বক্তব্য  ইউএনও  জ্যোতিশ্বর পাল বলেন, এ সময় কোমলমতি শিশুদের পড়াশোনা করে ভালো মানুষ হবার আহবান জানান।।  তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য “যেসব অসহায় মানুষের পেছনে কেউ নেই, তাদের পেছনে আমরা (সরকারি কর্মকর্তা-কর্মচারী) আছি” কোট করে বলেন যে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে আনতে হলে সরকারি সকল সুযোগ সুবিধা তাদের প্রদান করতে হবে। তাদের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করতে তিনি তাগিদ প্রদান করেন।

এ ছাড়াও মাঝিপল্লীর (দিঘী ইউনিয়নের একটি স্থান) নারী ও পুরুষদের সাথে মতবিনিময় করেন, তাদের অসুবিধা এবং চাওয়া মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। গিফট হাতে পাওয়ার পর বাচ্চাদের মুখের হাসি আর তার বাবা মায়ের উচ্ছাস ও আগ্রহ আমাদের সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করে দেয়। শিশুর কাঁধে ব্যাগ, মায়ের হাতে গাছের চারা আর বাবার হাতে গিফট বক্স নিয়ে খুশি মনে তাদের বাড়ি ফিরতে দেখা সত্যি অন্য রকম অনুভূতি।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury