মো: রকিবুল ইসলাম বিশ্বাস, স্টাফ রিপোর্টার,সিংগাইর:
জেমকন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবার ঢাকা বিভাগীয় পর্যায়েও জাতীয় শিক্ষা পদক সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগড়িতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ। বাছাই কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপপরিচালক মির্জা মো. হাসান খসরুর গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দিপন দেবনাথ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
দিপন দেবনাথ ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি সিংগাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন । এরপর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, শিক্ষার্থীদের ইউনিফর্ম, ঝরে পড়া রোধ, স্টুডেন্ট কাউন্সিল গঠন, স্কুলের সীমানা প্রাচীর, স্কুল ও ক্লাস্টার পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা আয়োজন, গাছের সঙ্গে পরিচিতি বাড়াতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে উপজেলায় বৃক্ষ পরিচিতি মেলা আয়োজন, শিশুদের সাঁতার শেখার প্রশিক্ষণ প্রদান, মেয়ে শিশুদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণসহ বিভিন্ন যুগান্তকারী অবদান রেখে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেন তিনি জনপ্রিয় ইউএনও।
এছাড়া ব্যাপক সাড়া ফেলেছে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “স্মার্ট বাংলাদেশের সূচনা হোক প্রাথমিক বিদ্যালয় থেকেই”, “প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর আন্তঃসর্ম্পক”, “ক্ষুদে ডাক্তার, সম্ভাবনার নতুন দুয়ার”, ” বিজ্ঞানমনস্কতার শুরু করতে হবে প্রাথমিক জীবনে”সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ও গবেষণামূলক লেখা। অপরদিকে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে উপজেলায় গত দুই বছরে যে সকল শিক্ষক অবসরে গিয়েছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘শিক্ষাগুরু’ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের লেখা নিয়ে প্রকাশ করা হয় ‘শিক্ষাগুরু’ স্মরণীকা। এছাড়াও বাচ্ছাদের আঁকা ছবি নিয়ে প্রকাশ করা হয় ‘মনোরঙ ছবি’। এছাড়াও বিটিভিতে প্রচারিত শিক্ষার্থী ঝড়ে পরা রোধে সচেতনতামূলক শর্ট ফ্লিম “ঝড়া ফুল” এতে ইউএনও’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও সর্ব মহলে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা।
দিপন দেবনাথ তার কবিতার পাণ্ডুলিপি ‘আদি ফসিলের গান’-এর জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার ক্যাটাগরিতে যৌথভাবে মনোনীত হয়েছিলেন। ২০২১ সালের ৪ জুলাই বাংলা একাডেমিতে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছিল।
ইউএনও দিপন দেবনাথ বলেন, আমাদের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক জীবন থেকেই শিশুদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণের চেষ্টা করছি। আমরা আমাদের এই প্রচেষ্টা সম্ভাব্য সকল দিক থেকেই অব্যাহত রাখবো।
দিপন দেবনাথ এবার জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সিংগাইরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছ থেকে পাচ্ছেন অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।