মো: আল আমিন,স্টাফ রিপোর্টার:
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে আরিচা থেকে মানিকগঞ্জ আসার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ তরা এলাকায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আন্দোলনের নামে অরাজকতা সহ্য করা হবে না। যে ঘটনা ঘটেছে তা দু:খজনক ঘটনা। যারা এ ঘটনা ঘটিয়েছে অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
অপরদিকে মানিকগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। দুরপাল্লার তেমন কোন পরিবহন চলতে দেখা যায়নি। তবে স্থানীয় মিনিবাস,লেগুনা ও হ্যালোবাইক সহ ছোট যানবাহন চলাচল করছে।
উল্লেখ্য, গতকাল শনিবার(২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির সমাবেশে আজ রবিবার(২৯ অক্টোবর) সকাল- সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।