মো: মহিদ/ আল আমিন:
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজ (৩৩) এর জানাজা শেষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার রাত ৭টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বিকেলে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে তার মৃতদেহ জন্মস্থান দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। পরে পুলিশের গার্ড অব অনার দেয়া হয়।
এ সময় স্বজনসহ প্রতিবেশীরা তাকে এক নজর দেখতে ভিড় করে। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। পরে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রেহেনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান , জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, জেলা স্বেচ্ছাসেকলীগের সভাপতি এ্যাড: আবু বকর ছিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।