এস এম আকরাম হোসেন :
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে নৌযান সচল রাখতে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ও পাটুরিয়া,আরিচা ফেরি ঘাট এলাকায় মহড়া দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তাকিম রহমান খান অনিক সহ অন্যান্যরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহড়া ও অবস্থান কর্মসূচীর নেতৃত্ব দেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু। এই কর্মসূচী অবরোধের শেষ দিন পর্যন্ত চলবে।
রেজাউর রহমান খান জানু বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। ঢাকার সমাবেশে সাংবাদিক ও পুলিশের উপর হামলা করেছে। এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি-জামায়াত। রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা। এদিকে বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।