মো: মহিদ:
মানিকগঞ্জে ফিরোজা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নবেম্বর) ফিরোজা জেনারেল হাসপাতালের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় দেড় হাজার অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ৫ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। এসময় ফিরোজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফিরোজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন আমরা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা দিয়ে থাকি। বিশেষ করে অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের আমরা এই সেবা দেই। আমরা দেশ-জাতির কল্যানে ও মানবতার সেবায় কাজ করছি। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও হাসপাতালে বিভিন্ন সময় আমরা রোগীদের বিশেষ ছাড় দিয়েছি। আমরা প্রতিমাসে জেলার বিভিন্ন স্থানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। বিগত কয়েকবছর ধরে ফিরোজা জেনারেল হাসপাতালের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা আগামীতেও এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।