মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে মধ্য রাতে পাহারাদারদের বেধেঁ রেখে দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটিয়েছে ডাকাত দল।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) মধ্য রাতে জাফরগঞ্জ বাজারে ট্রলার যোগে অজ্ঞাত ২০/২৫ জন দেশীয় অস্ত্রদারী এক দল ডাকাত আসে। পরে বাজারের রাত্রি কালীন ০৪ জন পাহারাদারকে বেঁধে রেখে এই ডাকাতি পরিচালনা করে ০৩ টি স্বর্ণের দোকান, ০৪ টি মোবাইল ফ্লেক্সিলোড এর দোকান,০১ টি মুদিরদোকান ও ০১ টি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর দোকানে লুটপাট করে। পরে পাহারাদারদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন আসলে ডাকাতির ঘটনার বিবরন স্থানীয় লোকজনদেরকে অবগত করেন।
কর্তব্যরত পাহারাদাররা জানান,ডাকাত দলের প্রত্যেক ব্যক্তি মুখোশ পরা ছিল। ডাকাতির কার্যক্রম শেষে ট্রলারযোগে ডাকাত দলের সদস্যরা যমুনা নদী দিয়ে দ্রুত পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান, ডাকাতির ঘটনায় ৯টি দোকানের প্রায় ১৮ লক্ষ টাকা লুটপাট হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ নুর এ আলম জানান, ডাকাতির ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।