স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (১৬ নভেম্বর): মানিকগঞ্জে বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা-পাসা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুক্লা সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। আধাবেলাব্যাপী এই সংলাপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান। বক্তারা বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের শিশুদের প্রতি আরও আন্তরিক হতে হবে। অন্যথায় সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে। বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উপানুষ্ঠানিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা এই সংলাপে অংশগ্রহণ করেন।