1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

মানিকগঞ্জে গভীর রাতে এক যুবকের বাড়িতে পুলিশি তল্লাশি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সদর উপজেলার সরুপাই গ্রামে গভীর রাতে পুলিশের অভিযানে এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। এঘটনায় এলাকায় আতংক ছরিয়ে পড়ে। কোন মামলা ছাড়া গ্রেফতারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানান।


বাড়ির মালিক এ্যাড: সাইফুল ইসলাম রিমন বলেন, গত বৃহস্পতিবার দিনগত আনুমানিক রাত ৩:০০ ঘটিকার থেকে ৩:১৫মিনিট এর মধ্যে ১৫-২০জন পুলিশ পরিচয়ে বাড়ির চারদিকে ঘিরে দুইপাশের টিনের গেট ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে ইট দিয়ে বারান্দার তালা দেওয়া গ্রীলের তালা ও জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। পুলিশ তল্লাশির নামে সকল ঘরের রুমে রুমে তছনছ করে, এ সময় পুলিশ আমাকে না পেয়ে আমার আত্মীয় মো:রিপন মিয়াকে আটক করে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে।
সাইফুল ইসলাম আরো বলেন, আমার ও আত্মীয় নামে কোন মামলা ছিল না। তারপরও পুলিশ হয়রানি করার জন্য এই তল্লাশি করে। আমার আত্মীয়কে আটক করে নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও সাংবাদিকদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury