মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ নভেম্বর: মানিকগঞ্জের পুটাইল ইউনিয়ের ধল্লাগ্রামে অগ্নীকান্ড খতিগ্রস্ত হযরত আলীকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে ঢেউটিন ও শীতবস্র কম্বল সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধায় সদর উপজেলা কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এর ব্যবস্তাপনায় পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ হযরত আলীকে ৯ ফুটি দুইভান (১৬ পিচ) ঢেউটিন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ পুটাইল শাখার সহ- সভাপতি আব্দুল আজিজ,সাধারন সম্পাদক মো: এনামুল হক,৭নং ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী,স্থানীয ইউপি সদস্য ওমর আলী,জামাল উদ্দীন মাস্টার, সমাজ সেবক মো: শাহিনুর রহমান, মানুষের তরে ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মো: বাদল মিয়া প্রমুখ। উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাত দের টার দিকে সদর থানার পুটাইল ইউনিয়নের ধল্লা ( কাফাটিয়া) গ্রামের মো: হযরত আলীর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নীকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় গরুর ঘর,৬০ মন ধান,গোলাঘর,নগদ টাকাসহ সকল আসবাব পত্র । অগ্নীদগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু ও দুইটি ছাগল। এতে খতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে বাড়ীর মালিক হযরত আলী দাবী করেন। সংবাদ পেয়ে সদর থানা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষক হয়। ততক্ষণে ঘরবাড়ীসব পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি খতিগ্রস্ত ব্যাক্তির সহায়তার জন্য উর্ধতন কর্তৃপক্ষের শুদৃষ্টি কামনা করেন। এতে সদর উপজেলা কর্মকর্তা জ্যোতিশ্বর পাল তাৎখনিক ভাবে ঘর নির্মানের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে দুই ভান ঢেউটিনের ব্যবস্তা করেন। পুটাইল ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদের মাধ্যমে এ টিন প্রদান করা হয়।