দীপক সূত্রধর:
মানিকগঞ্জের দৌলতপুরে ১৭০০ পিছ অ্যামফিটামিন যুক্ত মোট ৫ লক্ষ ১০ হাজার টাকার ইয়াবাসহ আলেয়া তাজ(৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার ইসলামপুর উত্তরপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশীদের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফসহ একটি চৌকশ টিম এই অভিযান করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আসামীর নিজ বসতঘর হতে তাকে গ্রেফতার করা হয়। এবং জিজ্ঞাসাবাদে আসামী জানায় এই ব্যবসায় সম্পর্কে তার দেবর মোঃ আলম হোসেন(৩৫) পরস্পর দীর্ঘদিন যাবত এই অবৈধ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মৃতঃ আব্দুর রাজ্জাক(রাজা) এর স্ত্রী আলেয়া তাজ(৩৪)। এবং একই গ্রামের পলাতক আসামী মৃতঃ মফিজ মন্ডলের ছেলে মোঃ আলম হোসেন (৩৫)।
এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সংশ্লিষ্ট ধারায় দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।