মো: হাসান সিকদার,বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় তেরশ্রী গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচীর আয়োজন করে প্রশাসন। একে একে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর ইসলাম সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। উল্লেখ্য, ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী তেরশ্রীর তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন স্বাধীনতাকামী মানুষকে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে। ওই সময় পুরো গ্রামের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। সেই ভয়াল দিনের কথা মনে পড়লে আজও আঁতকে ওঠেন এলাকাবাসী। জানা গেছে, ঘিওরের পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের মানুষ ছিল সাংস্কৃতিক মনা। বাম রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল গ্রামটি। মুক্তিযোদ্ধাদের আনাগোনা ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরেরা টার্গেট করে গ্রামটিকে। ২২ নভেম্বর ভোর কেটে সূর্য ওঠার মুহূর্তেই পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার ঘিরে ফেলে তেরশ্রী গ্রামের সেনপাড়ার কালীমন্দিরটি। ঘরে ঘরে দেয় আগুন। ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয়নি গ্রামবাসীকে। ছয় ঘণ্টার অপারেশনে ঘাতকের। একের পর এক বেয়নেট চার্জ করে এবং গুলি করে ৪৩ গ্রামবাসীকে হত্যা করে। ২০১১ সালের ২২ নভেম্বর শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। তবে এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি তেরশ্রী গণহত্যা দিবস। ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, মানুষের দাবি মুক্তিযুদ্ধভিত্তিক একটা জাদুঘর এবং পাঠাগারের। পরিষদের পক্ষ থেকে এ লক্ষ্যে কাজ করা হচ্ছে।##