মো.রকিবুল হাসান বিশ্বাস,স্টাফ রিপোর্টার:“সামাজিক পূঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা)প্রকল্প” আওতায় প্রাথমিক শিক্ষায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার সাথে লোকমোর্চার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মধ্য সিংগাইর ওয়েভ ফাউন্ডেশনের সভা কক্ষে হাজী আব্দুল বারেক খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো.হাবিবুল ইসলামেরর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নারগিস আক্তার প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,প্রাইমারী শিক্ষায় অনেক পরিবর্তন এসেছে। আমি ও আমার সহকারী শিক্ষা অফিসার নিয়মিত স্কুল ভিজিট করে থাকি। এ উপজেলায় ঝড়েপরা ছাত্র/ছাত্রী সংখ্যা নাই বলেই চলে। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা লোকমোর্চা কমিটির সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,বীরমুক্তিযোদ্ধা অলোক সাহা,হেলাল উদ্দিন,রমিজউদ্দিন,ইজ্জত আলী,মহসিন মিয়া,লিটন মিয়া,মমতাজ বেগম,রাশেদা আক্তার ও সাংবাদিক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সংলাপের সভাপতি হাজী আব্দুল বারেক বক্তব্যে শেষে সভার সমাপ্তি করেন।