দীপক সূত্রধর:
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ,আলোচনা সভা ও কেক কাটা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোবল মাইন্ড যুব সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে বারাহি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ তোতা এবং উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম।
এসময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সানলাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম রেজা,সরকারি দেবেন্দ্র কলেজের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা আজিম মিয়া,ইউনাইটেড যুব সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল হাসান প্রিন্স, সংগঠনের উপদেষ্টা মোঃ জুয়েলুর রহমান, মোঃ সাদ্দাম হোসেন,প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহাম্মদ আলমগীর হোসেন,মোহাম্মদ মেহেদি হাসান, মাওলানা মোহাম্মদ রমজান আলী প্রমুখ।
নোবল মাইন্ড যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম সুমন ও সহ-সাধারণ সম্পাদক সোহাগ হোসাইন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এই সংগঠনের নেতৃবৃন্দরা জানান, নোবল মাইন্ড যুব সংগঠনের সদস্যরা বেশিরভাগ শিক্ষার্থী। বর্তমানে তাদের ৪৩ জন সদস্য রয়েছেন। তারা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে এলাকার অসহায় মানুষের বিপদে-আপদে এগিয়ে আসে। সংগঠনটি বর্তমানে কৃষ্ণপুর ইউনিয়ন সহ সদর উপজেলায় কার্যকর থাকলেও ভবিষ্যতে জেলায় তাদের এই সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবেন বলে জানান তারা।