1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসনের জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন ৩৫ জন প্রার্থী। মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন। মানিকগঞ্জ-২ আসনে ১৫ জন ও  মানিকগঞ্জ-৩ আসনে ৯ জন।

মানিকগঞ্জ-১ আসনের ( ঘিওর,দৌলতপুর ও শিবালয়) প্রার্থীরা হলেন: ১। অ্যাড. মো: আবদুস সালাম (আঃ লীগ ) ২। সালাউদ্দিন মাহমুদ জাহিদ (স্বতন্ত্র) ৩। হাসান সাঈদ (জাতীয় পার্টি) ৪। মোয়াজ্জেম হোসেন খান মজলিস (তৃণমুল বিএনপি) ৫। দীন মোহাম্মদ খান (জাকের পার্টি) ৬। মোনায়েম খান (বিএনএম) ৭। আবদুল আলী বেপারী (স্বতন্ত্র) ৮। মো: শাজাহান খান (গণফ্রন্ট)) ৯। আফজাল হোসেন খান জকি (জাসদ) ১০। আফজাল হোসেন খান ( জাতীয় পার্টি জেপি) ১১। জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি )।

 

মানিকগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন ১। মমতাজ বেগম  (আ’লীগ) ২। ফেরদৌস আহম্মেদ আসিফ (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ৩। আজিজুর রহমান (জাকের পার্টি) ৪। রফিকুল ইসলাম সিদ্দিকি (জাসদ) ৫। মোহাম্মদ জসিম উদ্দিন (তৃণমুল বিএনপি) ৬। এ,কে,এম ইকবাল (বিএনএম) ৭। দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু (স্বতন্ত্র ) ৮।  এস এম আব্দুল মান্নান (জাতীয় পার্টি) ৯। দেওয়ান শফিউল আরেফিন টুটুল (স্বতন্ত্র) আঃলীগ) ১০। মুশফিকুর রহমান হান্নান (স্বতন্ত্র, আঃলীগ) ১১। এ,কে,এম নাহিদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি)। ১২।  তানভির হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ) ১৩। শাহবুদ্দিন আহম্মেদ চঞ্চল (স্বতন্ত্র) ১৪। জাকির হোসেন (বাংলাদেশ কংগ্রেস পার্টি) ১৫। মোহাম্মদ সারোয়ার আলম (স্বতন্ত্র)

 

মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন ১। জাহিদ মালেক (আ’লীগ) ২। মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম) ৩। মোহাম্মদ জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি) ৪। মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (তৃণমুল বিএনপি) ৫। দীন মোহাম্মদ খান (জাকের পার্টি) ৬। সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী (জাসদ) ৭। এ খালেক দেওয়ান (বিএনএম) ৮। এম হাবিবুল্লাহ (কৃষক শ্রমিক জনতা লীগ) ৯। সাবিনা ইয়াসমিন (বাংলাদেশ কংগ্রেস)।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury