1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

মানিকগঞ্জের তিনটি(৩) আসনেই লড়বে জাসদ মনোনীত প্রার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে
মো: হাসান শিকদার ও দেওয়ান সাদমান ইসলাম শাওন:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের ১৮০ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।মানিকগঞ্জ ১,২ ও ৩ এই ৩টি আসনেই তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে জাসদ। মানিকগঞ্জ-১ আসনে জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদের জেলা শাখার সভাপতি  বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি,মানিকগঞ্জ -২ আসনে জাসদের  জেলা শাখার সদস্য  রফিকুল ইসলাম ও মানিকগঞ্জ-৩ আসনে  জেলা জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম চৌধুরী জাসদের প্রার্থী  হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। জাসদ নেতারা দৈনিক আমার নিউজকে জানায় তাদের রাজনৈতিক ও নির্বাচনী ভাবনা।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে  মানিকগঞ্জ-১ (ঘিওর- দৌলতপুর-শিবালয়) আসনের জাসদের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি বলেন,আমি ঘিওর উপজেলা পরিষদের জনগণের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান। সুষ্ঠু নির্বাচন হলে আমি এই আসনের জনগণ আমাকে নির্বাচিত করবে বলে মনে করি। ২০১৪ সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফলাফল কোন অজানা কারণে আমার পক্ষে আসেনি। তিনি আরও বলেন দীর্ঘ ১০ বছরে এই এলাকার মানুষ তাদের আশানুরূপ কোন উন্নয়নের দেখা পায়নি।যারা প্রতিনিধিত্ব করছে তারা এখন পর্যন্ত  ব্যার্থ।অবেধভাবে ফসলি জমি দখল হয়েছে,নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী ভেঙ্গে স্কুল,মানুষের বাড়িঘর নদী ভাঙায় বিলীন হয়ে যাচ্ছে। রাস্তাঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি। তিনি নির্বাচিত হতে পারলে এই কাজগুলো সঠিকভাবে পালন করবেন বলে জানান।
একই সাথে মানিকগঞ্জ-২  (সিংগাইর-হরিরামপুর) আসনের জাসদ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বলেন,আমি কৃষক পরিবারের সন্তান, কৃষকের অধিকার নিয়ে কাজ করব আমি। কৃষক সমাজ আমাকে ভোট দিয়ে জয়ী করবে আমি আশাবাদী।
এছাড়াও মানিকগঞ্জ ৩(সদর-সাটুরিয়া) আসনের জাসদ প্রার্থী সৈয়দ সারোয়ার আলম চৌধুরী বলেন,বর্তমানে রাজনীতি ব্যাবসায় পরিণত হয়েছে।অধিকাংশ সংসদ সদস্য হচ্ছে ব্যাবসায়ী।ব্যাবসায়ীরা তাদের স্বার্থের কথা চিন্তা করে।তারা কৃষক-শ্রমিক,আমজনতার কথা ভাবেন না।স্বাধীনতার সময় মানিকগঞ্জের যে উন্নতির কথা আমরা চিন্তা করেছিলান ততটুকু হয় নাই।রাজনীতি যারা করেন তাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের পরিবর্তন আনা।
মারামারি করে বা বোমা ফুটিয়ে তা সম্ভব না।আধুনিক যুগের মাধ্যম হচ্ছে সংসদ।সংসদে সাধারণ মানুষের প্রয়োজনীয় আইন পাশের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।
 বর্তমান নির্বাচনী পরিবেশ ও কমিশন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে  তারা বলেন,নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবে।ভোটের মাঠে লড়াই করে টিকে থাকতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে।
উল্লেখ্য  এক সময় মানিকগঞ্জে জাসদের অনেক অনেক প্রভাব থাকলেও বর্তমানে তাদের গতিশীলতা অগের মতো নেই। তবে জেলা জাসদ সভাপতি মনে করেন, মানিকগঞ্জে জাসদের এখনো লড়াই করার মতো ক্ষমতা রয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury