1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মত বিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

মো.রকিবুল হাসান বিশ্বাস,স্টাফ রিপোর্টার: 

মানিকগঞ্জের সিংগাইরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদ্য যোগদানকারী ইউএনও সরকারি পরিপত্র মেনে উপজেলাবাসির সেবা করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে তিনি সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্ব সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে। এ মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা  মোঃ সোহরাব হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব মোল্লা।

উল্ল্যেখ, ৩৪ বিসিএস উত্তীর্ন পলাশ কুমার বসু এর আগে কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিংগাইর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি। পূর্বের ইউএনও দিপন দেবনাথ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় যোগদান করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury