1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক সজিব কারাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে
মো: মহিদ:
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক ওরফে শুভ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ওরফে সজিবকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  আজ (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা তিনটার দিকে অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে তাঁদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।
পুলিশ, র‌্যাব এবং আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে জেলা ছাত্রদলের নেতা আবদুল খালেক এবং সিরাজুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। এ ছাড়াও তাঁদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘোস্তা এলাকায় জেলা ছাত্রদলের শীর্ষ ওই দুই নেতা ইজিবাইকে করে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল তাঁদের সেখান থেকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে তাঁদের সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।
সদর থানার উপপরিদর্শক (এসআই) টুটুল মিয়া বলেন, গত বুধবার দুপুরে ওই দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তবে আদালতের বিচারক  বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। পরে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়। এর পর আজ দুপুরে তাঁদেরকে অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী আরিফ হোসেন বলেন, জেলা ছাত্রদলের ওই নেতার জামিন পেতে অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। পরে আদালতের বিচারক জামিন মঞ্জুর না করে তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury