1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শহিদ ৩ মুক্তিযোদ্ধাকে  স্মরণ -সিংগাইরে ধল্লা-গাজিন্দা যুদ্ধ দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে
মো.রকিবুল হাসান বিশ্বাস,স্টাফ রিপোর্টার, সিংগাইর:
সিংগাইরে ধল্লা-গাজিন্দা যুদ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ৩ মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭১ সালের ১৫ ডিসেম্বর উপজেলার ধল্লা-গাজিন্দা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধে শহীদ হন- বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান,শরিফুল ইসলাম ও রমিজ উদ্দিন। ৩ বীর শহীদকে সমাহিত করা হয় ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের আঙিনায়।
  সকালে ৩ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং মোনাজাত শহীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। পরে ধল্লা ইউনিয়র পরিষদ ও ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধাকালীন থানা কমান্ডার অ্যাডভোকেট ফজলুল হক খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল বাসার । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য পদত্যাগকারী সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, অধ্যাপক বদর উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তারসহ শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,স্থানীয় মুক্তিযোদ্ধা,এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury