নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতারা। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ
্র
জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহানুর েইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ সভাপতি শহিদুল ইসলাম সুজন, সহ সভাপতি আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন, দপ্তর সম্পাদক এস এম সাইফুল্লাহ, প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক জাহিদুল হক চন্দন, সাবেক ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রিপন, জেলা সাংবাদিক সমিতরি সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম সুমন, কায্যকরী সদস্য এবিএম কামরুদ্দিন আহম্মেদ রেজা, আলো খান সহ অন্যান্যরা।
অপরদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহানুর ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি শহিদুল ইসলাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংবাদিক সমিতির সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ সভাপতি শাহজাহান বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি আবুল বাশার আব্বাসী, দপ্তর সম্পাদক এস এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ সোহেল হোসাইন সহ অন্যান্যরা।
সভায় বক্তরা বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। মহান মুক্তিযোদ্ধে সাংবাদিকদেরও বিশেষ ভূমিকা ছিল। এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব সকলের। আজকের এই দিনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।