মো: কাওছার হোসেন, শিবালয় প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা -কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবারও ফেরি চলাচল ব্যাহত হয়েছে। শনিবার দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত পোনে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১২ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার বেলা পোনে ১১টার দিকে ওই পথে ফেরি সার্ভিস চালু হয়েছে। একই কারণে গত শনিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি বন্ধ ছিল।এ নৌরুটে সাড়ে ৭ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চালু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন(বিআইব্লিউটিসি)আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ৯টার পর থেকে অনেকটা বৃষ্টির মতো কুয়াশা পড়তে শুরু করে। এ অবস্থায় রাত পোনে ১১টায় দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন বোঝাই করে রো-রো ফেরি রুহুল আমিন ও সুফিয়া কামাল যমুনার মাঝ নদীতে নোঙর কর থাকে।রবিবার বেলা পোনে ১১টায় ঘণকুয়াশা কেটে গেলে দীর্ঘ ১২ ঘন্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু করে।
একই কারণে শনিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এসময় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো-রো, কে-টাইপ (মাঝারি) ফেরি কেরামত আলী, বরকত ও মাধবী লতা, পদ্মার মাঝনদীতে আটকে পড়ে। এদিকে কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে এনায়েতপুরী, হাছনাহেনা,খানজাহান আলী,শাহপড়ান, বীর শ্রেষ্ট জাহাঙ্গীর ও ফরিদপুর এবং দৌলতদিয়া প্রান্তে বনলতা, রজনীগন্ধা, গোলাম মওলা,করবী, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও মতিউর রহমান নামের ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়। রবিবার বেলা সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে সাড়ে ৭ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।এতে মাঝনদীতে থাকা ফেরিতেসহ দুই ঘাটে আটকে পড়া ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন যানবাহনের কয়েক শ যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘণকুয়াশায় নৌপথ দৃষ্টির বাহিরে চলে গেলে দুর্ঘটনা এড়াতেই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। রবিবার বেলা পোনে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এতে দুই রুটের বেশ কিছু গাড়ি আটকে পড়েছিল। তবে সকাল থেকে ফেরি চালু হয়েছে কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।