1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

বিরোধীদল নির্বাচনে এলে খেলাটা ভালো জমতো- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে
হাসান সিকদার ও দীপক সূত্রধর:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হতো। খেলাটা আরো ভালো জমতো।
আজ বুধবার(২৭ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংক্ষিপ্ত সভা শেষে তার নিজ আসন মানিকগঞ্জ-৩ এ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে অনেকে দাঁড়িয়েছে বিভিন্ন ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্য দল থেকেও দাঁড়িয়েছেন তারাও ভালো ভাবে নির্বাচন করছেন।কাজেই সকলের অংশগ্রহণে আমি মনে করি নির্বাচন ভালো হবে এবং উপস্থিতিও হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,মানুষকে তাদের ভোটের অধিকার থেকে ঠেকিয়ে রাখা যাবে না। এবং ভোটের অধিকার হরণ করা যাবে না, এটা কেউ মেনে নিবে না। কাজেই অনেক উপস্থিতি আমরা পাচ্ছি। তবে ভোটের পারসেন্টেন্স তো আর বলা যাবে না বাট অনেক পারসেন্টেন্স হবে। আমি মনে করি ৬০-৭০ পারসেন্টের বেশি হতে পারে। এবং আমাদের সকলকে কাজ করতে হবে। কারণ তারা বিভিন্ন হুমকি-ধামকি দেয়। আমরা জনগণকে এই বিষয়ে বুঝাইতে সক্ষম হচ্ছি যে তারা তাদের ভোটের অধিকার হরণ করতে চায়। তাই আপনাদের আসতে হবে,ভোট দিতে হবে,উন্নয়ন অব্যাহত রাখতে হবে।সেই কারণে জনগণ খুবই আগ্রহের সাথে উদগ্রীব হয়ে রইছে ৭ তারিখের জন্যে ভোট দিবে।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, সাবেক মেয়র  গাজী কামরুল হুদা সেলিম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.  আব্দুল মজিদ ফটো,
যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা,পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড: আবু বকর ছিদ্দিন খান তুষার সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury