1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

মানিকগঞ্জ-৩ আসনে গণফোরামের কেন্দ্রীয় সভাপতির গণ সংযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :
গণফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং এই দলের মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল সোমবার দুপুরে সাটুরিয়ায় গণ সংযোগ চালিয়েছেন। মফিজুল ইসলাম খান কামাল প্রথমে সাটুরিয়া বাস ষ্টান্ডে ও সাটুরিয়া বাজারে ভিতরে নির্বচনী গণ সংযোগ করেন। এসময় তিনি উপস্থিত ভোটারদের মাঝে, বিভিন্ন দোকান মালিক ও গ্রাহকদেও মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষন করে সূর্য মাকায় ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে মাত্র ৫-৬ জন সর্মথকদের দেখা যায়।

উল্লেখ্য মানিকগঞ্জ-৩ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), ছাড়াও ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল)।

পরে তিনি গণ সংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি ১৯৭৩ সনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। মাত্র আড়াই বছর ক্ষমতায় ছিলাম। এই অল্প সময়ে সাটুরিয়া- মানিকগঞ্জের অনেক উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করি।
আমার তৎকালীন সময়ে কৃষকদের সুবিধার্থে ৮০ টি গভীর ডিবটিউবয়েল আনি। যা কৃষকদের মাঝে ফ্রি বসিয়ে দেই। তখন থেকেই ধান চাষে সফলতা আসে। তাছাড়া আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি। মানিকগঞ্জ মহিলা কলেজ, সাটুরিয়া গার্লস স্কুলের অন্যতম উদ্যোক্তা, দড়গ্রাম ভেকু মেমুরিয়াল কলেজ মুক্তিযোদ্ধের সময় ব্যাপক ক্ষয় ক্ষতি হলে পরে আমি পুণরায় চালু করি, হরগজ শহীদ স্বৃতি উচ্চ বিদ্যালয়ে ৩০ ভান টিন দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করি।

মফিজুল ইসলাম খান কামাল আরো বলেন, আমার বাবার নামে এই সাটুরিয়ায় স্কুল আছে, আমি সাটুরিয়ার সন্তান। ৫০ বছর ধরে সাটুরিয়া কোন নেতা এমপি হতে পারে নাই। সাটুরিয়ার মানুষ এতিম হয়ে আছে। আমি এবার নির্বাচিত হয়ে এতিমের নাম ঘোচাতে চাই।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে সত্য ন্যায়ের পথে থাকব। একটি টাকার দুর্নিতী করব না। বর্তমানে যে সরকারী অনুদান আসছে তা লুটপাট হয়ে যায়। সরকারী দলের নেতারা কাজের বিনিময়ে কমিশন খায়। আমি একটি পয়সাও কমিশন খাব না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। জনগণ ভোট দিবে কে তাকে থামাবে। যারা ভোট দিতে থামাতে চায়, তারা মানুষ নয়। তিনি এও বলেন, এখন পর্যন্ত তার নির্বাচনী প্রচারণায় কোন প্রকার বাধা বিপত্তি আসে নাই। শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হলে তিনি এমপি নির্বাচিত হবে বলেও আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury