এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জ -২ আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ( ঈগল প্রতীক) সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ২০ দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। আজ শুক্রবার( ২৯ ডিসেম্বর) দুপুরের দিকে হরিরামপুর উপজেলা চত্বরে সাংবাদিক সম্মেলন করে তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।
২০ দফা নির্বাচনী ইসতেহার ঘোষনায় চঞ্চল বলেন, তার ঈগল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সাধারণ জনগণের স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নযন,চরাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ, মাদক নির্মুল, বাল্য বিবাহ রোধ, স্কুল কলেজে স্টুডেন্ট উইক,ডিবেটিং ক্লাব,বুদ্ধিবৃত্তিক চর্চা কেন্দ্র গড়ে তোলাসহ জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য কাজ করবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও জাতীয় সংসদের মর্যাদাকে সমুন্নত রাখবেন। জনগণের ভোট নিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করবেন না। তার বাবা সামসুদ্দিন আহমেদও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলো। তিনি যেভাবে জনগনের জন্য নি:স্বার্থভাবে কাজ করেছেন ঠিক সেভাবেই তিনি জনগণের জন্য নি: স্বার্থভাবে কাজ করবেন।
তিনি ইসতেহারে আরো বলেন, মানিকগঞ্জ ২ আসন নদী ভাঙন কবলিত এলাকা। তাই তিনি পদ্মা ভাঙন থামাও,হরিরামপুর বাচাঁও আন্দোলনের সমন্বয়কারী হিসেবে আন্দোলন করে যাচ্ছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ভাঙন রোধে স্থায়ী সমাধানকে বেশি গুরুত্ব দেবেন। এছাড়া কৃষি খাতকে আধুকিকরনসহ সার্বিক ব্যবস্থা করা হবে । বীর মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মানে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও তিনি তার ইসতেহারে এই ঘোষনা করেন।
চঞ্চল বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে জনগনের ভোটের যথার্থ মর্যাদা রক্ষায় সার্বক্ষনিক জনগনের পাশে থাকবেন। তার বাড়ি ও অফিস থাকবে সবসময় সবার জন্য উন্মুক্ত। নির্বাচনি ইসতেহার ঘোষনাকালে তার সঙ্গে শতশত নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।