1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

রংপুরে প্রভাতীতে বার্ষিক তাঁবুবাস ও রজত জয়ন্তী ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার দেখা হয়েছে
মোঃ রেজওয়ান হোসেন সুমন, রংপুর: 
“আমরা স্কাউট আমরাই হব স্মার্ট নাগরিক” থীম কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ দ্বারা পরিচালিত উত্তরঞ্চলের একমাত্র স্কাউটিং কার্যক্রমভুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট।
প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের  বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরের ধারাবাহিকতায় ২৭-২৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের আজিজুল্যাহতে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট ক্যাম্প্যাসে  প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের কাব স্কাউট, গার্লইন কাব স্কাউট, স্কাউট ও গার্লইন স্কাউট৷ ও রোভার স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে   বার্ষিক তাঁবুবাস ও রজত জয়ন্তী ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর বুধবার বিকেলে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের প্রধান শিক্ষকা মোছাঃ শাহিদা বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বার্ষিক তাঁবুবাসের উদ্বোধন করেন রংপুর জেলার জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সম্পাদক মহাদেব কুমার গুন,  রংপুর জেলা স্কাউটের সম্পাদক মোঃ আব্দুর রহিম ও বাংলাদেশ স্কাউটস রংপুর এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের সভাপতি মোঃ বেলাল হোসেন।  অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
২৭ডিসেম্বর সকালে ক্যাম্পে অংশগ্রহণকারী কাব স্কাউট ও রোভারদের অগ্নি নির্বাপনের দক্ষতা বৃদ্ধিতে ধারনা প্রদানের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর এর মাধ্যমে মহড়া ও প্রশিক্ষণ প্রদান করা হয়। ফায়ার সার্ভিসের এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  রংপুর জেলা লর উপ সহকারী পরিচালক মোঃ বাদশা মাসউদ আলম। এ সময় ফায়ার সার্ভিসের একটি টীম ক্যাম্পে অংশগ্রহণকারী কাব, স্কাউট, রোভার,  লিডার ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রশিক্ষণ প্রদান করে।
২৮ডিসেম্বর মঙ্গলবার বিকেলে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট হতে শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রাপ্তিদের অংশগ্রহণে শাপলা কাব ও পিএস রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়। রাত্রে মহা তাঁবু জলশায় প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেব ভার্চুয়ালি যুক্ত হয়ে মহা তাঁবু জলশার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচাল উনু চিং। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর  আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও রংপুর সিটি কর্পোরোশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ড জান্নাতুল ফেরদৌস ঝর্ণা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  মহা তাঁবু জলসার  অগ্নি প্রজ্জ্বলন করেন।এছাড়াও উপস্থিত  ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ। মহা তাঁবু জলশায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া। আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমের প্রশংসনীয় দিক তুলে ধরেন। পরে আগত অতিথিবৃন্দ কাব ও স্কাউটদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন এং নৈশ ভোজে অংশগ্রহণ করে।
২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের বার্ষিক তাঁবুবাসে অংশগ্রহনকারী ছোট্ট কাব স্কাউট সোনামনি, স্কাউট ও রোভার সদস্যদের পদচারনায় ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত কলকাকলিতে মুখরিত তাঁবুবাস এলকা। তাঁবুবাসে প্রত্যাহিক জাগরণ, ভোরের পাখি (বিপি পিটি) তাঁবু কলা,  পতাকা উত্তোলন, কাব অভিযান ও হাইকিং, কাব কার্নিভাল,  কুইজ প্রতিযোগিতা, স্কাউট ওন, পাইওনিয়ারিং, ফাস্টএইড সহ ও স্কাউট সদস্যরা নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন বিষয়ের উপর সেশনে অংশগ্রহণ করে।
 ২৯ডিসেম্বর বুধবার দুপুরে প্যাকআপ পরিদর্শন, পতাকা নামানো ও অংশগ্রহণকারী কাব ও স্কাউটদের মাঝে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে এবং তাঁবুবাস এলকা ত্যাগের মাধ্যমে বার্ষিক তাঁবুবাস ও রজতজয়ন্তী ক্যাম্প ২০২৩ এর শুভ সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury