1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ প্রকাশ করায় পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদককে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানিকগঞ্জে প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইস্কান্দার আলীর নির্বাচন কেন্দ্রীক ভাইরাল বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক এফএম ফজলুল হককে হত্যার হুমকিদাতার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্পাদক পরিষদ মানিকগঞ্জের সভাপতি শহীদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু।
সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম, মতিউর রহমান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক ও কার্যকরী সদস্য  এ্যাডভোকেট আমিনুল হক আকবর, যুগ্ম সম্পাদক মো: আকরাম হোসেন, প্রচার সম্পাদক এফ এম ফজলুল হক, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুবুল আলম জুয়েল,  প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম, সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রিপন, কার্যকরী সদস্য আলো খান, কামরুদ্দিন আহম্মেদ রেজা, কালবেলার প্রতিনিধি সেলিম হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি রাশেদুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
গত বুধবার ভোরে অজ্ঞাত একটি নাম্বার থেকে মুঠোফোনে পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক এফএম ফজলুল হককে মুঠোফোনে কল দিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার এর নির্বাচন কেন্দ্রীক ভাইরাল বক্তব্য নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করায়  তার পক্ষে  হত্যার হুমকি প্রদান করা হয়। এঘটনায় ফজলুল হক সিংগাাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury