স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:২০২৪ উপলক্ষে জনগণের যাতায়াত সুরক্ষায় কেউ যেন যানবাহনে অগ্নিসংযোগ করতে না পারে এর জন্য মানিকগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জেলার ৭টি গুরুত্বপূর্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক(এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও পিএইচডি) নির্দেশনায় মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন এর সার্বিক তত্বাবধানে ৭০ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।
গুরুত্বপূর্ন পয়েন্টগুলো হলো: মানিকগঞ্জ সদর উপজেলার মানরা মোড়, বাসষ্ট্যান্ড, শিবালয় উপজেলা আরিচাঘাট, পাটুরিয়া ঘাট, সিংগাইর উপজেলার গবিন্দল নতুন বাজার বাসষ্ট্যান্ড, ঘিওর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ মোড়, সাটুরিয়া উপজেলার গোলড়া পুলিশ ফাঁড়ি মোড়ে সকাল ৬. টা থেকে দুপুর ২টা ও দুপুর ২ টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শিফটে আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদানের লক্ষে দায়িত্ব পালন করে আসছে।
এরআগে ৩১ অক্টোবর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিএনপির ডাকা অবরোধ ও হরতালে যাতে কোন ধরনের নাশকতা এড়ানোর জন্য আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান ও জনগণের সুরক্ষা যাতায়ত করার লক্ষে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করেছেন। মানিকগঞ্জ সদর উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার মো: ওয়াসিম মিয়া সহ ১০ জন আনসার সদস্য ও ভিডিপি সদস্য হিসেবে মো: শাকিল, আতিকুর, জীবন মিয়া, শামীম মিয়া সহ ১০জন দায়িত্ব পালন করেন।