1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

পরিপাটি পোশাকে ময়লার ভাগাড়ে ফারিণ-পলাশেরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

র ভাগাড়ে পরিপাটি পোশাকে সেজেগুজে বসে কিংবা দাঁড়িয়ে আছেন কয়েকজন তারকা অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, ইন্তেখাব দিনার, রুনা খান, মনিরা আক্তার মিঠুর মতো শিল্পীরা। এটি বাস্তবের কোনো দৃশ্য নয়, নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’-এর প্রথম পোস্টারে এমন দৃশ্য দেখা যায়। এটি নির্মাণ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি।

সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে ‘অসময়’ ওয়েব ফিল্মের গল্পে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে এটি।

নির্মাতা আরেফিন অমি বলেন, ‘এখানে আমি মূলত সমাজের শো-অফের গল্প দেখাতে চাই। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু! সেই বিষয়টাই এখানে উঠে এসেছে।’

ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘‘এই গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। ‘অসময়’ হবে আমাদের পক্ষ থেকে দর্শকের জন্য নিউ ইয়ার গিফট!’’

ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury