1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থী বিশ (২০)জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে প্রার্থী বিশ(২০)জ

গত ১৫ই নভেম্বর বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ই জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।গত ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় নামে প্রার্থীরা।প্রচার-প্রচারণা শেষ হবে আজ ৫ই জানুয়ারি।
ইতিপূর্বে পোস্টার,লিফলেট,মাইকিং,উঠান বৈঠক,গণসংযোগ সহ নানাভাবে প্রার্থীরা ভোটারদের কাছে তাদের নির্বাচনী প্রচারণা চালায়।

মানিকগঞ্জ-১,মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ এই ৩টি আসন নিয়ে গঠিত মানিকগঞ্জ এর নির্বাচনী এলাকা।তিনটি(৩) টি আসনে ভোটের মাঠে লড়াই করছে ২০জন প্রার্থী।

আসন নং ১৬৮ মানিকগঞ্জ-১(ঘিওর-দোলতপুর-শিবালয়) আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৬,৯৯৭ জন।মোট প্রার্থী সংখ্যা চার(৪)জন।

জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি-লাঙ্গল), সালাউদ্দিন মাহমুদ (স্বতন্ত্র-ঈগল),মোনায়েম খান (জাতীয়তাবাদী আন্দোলন,বিএনএম-নোঙ্গর),মোহাম্মদ শাজাহান খান (গণফ্রন্ট-মাছ)।এই আসনটি আওয়ামী জাতীয় পার্টি(জাপা) লাঙ্গল প্রতীক কে ছেড়ে দেয়।

আসন নং-১৬৯ মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৫,৯৯৪ জন।এই আসনে মোট প্রার্থী ১০ জন।

মমতাজ বেগম(আওয়ামিলীগ- নৌকা),সাহাব উদ্দিন আহমেদ আহমেদ (স্বতন্ত্র-ঈগল),মুশফিকুর রহমান খান (স্বতন্ত্র-কেটলি),দেওয়ান জাহিদ আহমেদ (স্বতন্ত্র-ট্রাক),ফেরদৌস আহমেদ আসিফ (তরিকত ফেডারেশন-ফুলের মালা),ইকবাল হোসেন (জাতীয়তাবাদী আন্দোলন,বিএনএম-নোঙ্গর),জাকির হোসেন (বাংলাদেশ কংগ্রেস-ডাব),দেওয়ান সফিউল আরেফিন (স্বতন্ত্র-মোড়া),নাহিদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা),তানভির হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা)

আসন নং-১৭০ মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনে ভোটার সংখ্যা ৩,৫৮,৪৬১ জন।মোট প্রার্থী সংখ্যা ৬জন।

জাহিদ মালেক স্বপন (আওয়ামী লীগ- নৌকা),মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম- উদীয়মান সূর্য),জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি-লাঙ্গল),এ খালেক দেওয়ান (জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম),মোয়াজ্জেম হোসেন খান মজলিস (তৃণমূল বিএনপি-সোনালী আশ),হাবিব উল্লাহ (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা)

আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury