মানিকগঞ্জ প্রতিনিধি,
ঘন কুয়াশায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও বলেন, সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাশে বহু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।