মোঃ আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এর সাথে দৌলতপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত হলরুমে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দিন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সহ দৌলতপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। মতবিনিময় সভা শেষে দুস্থ্য ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।