1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

মানিকগঞ্জে বুড়ির মেলা থেকে বোমা উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মা  মেলায় বোমা রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে খবর পেয়ে বোমাটি উদ্ধারের পর সেটিকে ধ্বংস করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

আজ (২৩ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।

 

 

এরপর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র‌্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর থানার ওসি হাবিল হোসেন এবং র্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।

 

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বোমার উপস্থিতি বুঝতে পেরে র্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেন। ঢাকা থেকে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যগণ এসে বেলা ৩টার দিকে বোমাটি উদ্ধার করেন এবং অন্যত্র বিস্ফোরণ ঘটান।

 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে র র‌্যাবের লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে ধ্বংস করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।##

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury