মো: মহিদ,
মানিকগঞ্জে খেজুর গাছ থেকে তৈরি ঐতিহ্যবাহী হাজরী গুড় আধুনিকায়নের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে। হাজারী গুড়ের ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেজন্য জেলা প্রশাসকের উদ্যোগে পাঁচ লাখ খেজুরের চারা জেলার বিভিন্ন অঞ্চলে সরকারি জায়গায় দেশীয় উন্নত জাতের চারা রোপণ করে যাচ্ছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার।
আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে ৬শত খেজুরের চারা রোপণ ও ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার,কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসমা-উল হুসনা সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, নানা কারণে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি খেজুরের গুড় সংকট তৈরি হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা আজ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে চারা রোপণ ও ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করেছি। আমরা জেলার বিভিন্ন জায়গাতেও চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছি। উন্নত জাতের চারা রোপণের মাধ্যমে হরিরামপুরের খেজুর গাছের রসের তেরি হাজারী গুড়ের যে ঐতিহ্য সেটা আবারও ফিরে আসবে।