স্টাফ রিপোর্টার:
প্রতিবারের ন্যায় উৎসর্গ ফাউন্ডেশন এবারও ২০২৪ সালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে।
কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এ বছর পাবনা জেলার সাঁথিয়া উপজেলা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ইমরুল কায়েস অসহায় দুস্থদের মাঝে ৫০০ কম্বল এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ২০০ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্রগুলো ঢাকা শহরের বিভিন্ন স্থানে উৎসর্গের বুথ থেকে মানুষের অব্যবহৃত শীত কাপড় সংগ্রহ হয়েছে।
এছাড়াও উৎসর্গ ফাউন্ডেশন অসহায় মূমুর্ষ রোগীদের রক্তের প্রয়োজনে তাদের অ্যাপসের মাধমে মানুষের রক্ত সংগ্রহ করে থাকে।
কোভিডের শুরু থেকেই উৎসর্গ ফাউন্ডেশন সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও অসহায় মানুষের মাঝে ত্রানসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
এছাড়াও বন্যাকবলিত এলাকায় চরাঞ্চলের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে বন্যার সময় ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে দেশব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে।