কাতার-ফিলিস্তিন ম্যাচ শুরুর আগে ইসরায়েলি বর্বরতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আল বায়াত স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে গলা ফাঁটান।
এদিন এশিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দারুণ লড়াই করলো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। কাতারের ৬৪ হাজার দর্শকের সামনে শুরুতে তারা লিডও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। কাতারের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো তাদের। যদিও ইতিহাস গড়ে প্রথমবার নকআউটপর্বে এসেছিল তারা।
এদিন ম্যাচের ৩৭ মিনিটে ওদে দাব্বাহর গোলে এগিয়ে যায় ফিলিস্তিন।
তবে বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় কাতার। ম্যাচের ৪৫+৬ মিনিটের মাথায় অধিনায়ক হাসান আল হায়দোস গোল করে সমতা ফেরান।
বিরতির পর ৪৯ মিনিটে পেনাল্টি পায় কাতার। পেনাল্টি থেকে আকরাম আফিফ গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত তার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার।
কোয়ার্টার ফাইনালে তারা উজবেকিস্তান অথবা থাইল্যান্ডের মুখোমুখি হবে। এই দল দুটি আজ বিকেলে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে।