নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স: ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ( গ্রেড-১) নির্বাহী পরিচালক মো: আবুল বশর।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বেউথা সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে সিটি ব্যাংক (পিএলসি সিওও ও ক্যামেলকো) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ এর সভাপতিত্বেঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: গোলাম মহিউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা শিক্ষা অফিসের টেনিং কোঅরডিনেট তানজিলা আফরোজ সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ।
এই কনফারেন্সে মানিকগঞ্জ জেলার ২২ টি তফসিলি ব্যাংক ও ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।