পাকিস্তানের নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সাধারণ নির্বাচনের ‘সময়মতো ও পরিপূর্ণ’ নির্বাচনি ফলাফলের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। যে ফলাফলে দেশটির জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে পাকিস্তানের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানে ভোটগ্রহণের ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল ঘোষণা করেনি দেশটির নির্বাচন কমিশন।
ঘোষিত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সূত্র: আল জাজিরা