মোঃ আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে কলিয়া ইউনিয়নের পাঁচকলিয়া ও বিলকালিদহ এলাকায় অবৈধ হাইট্রলি ও ভেকুর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
আজ (১২ ফেব্রুয়ারি) সোমবার অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করায় ভেকু ও হাইট্রলির লাইসেন্স ও রোড পারমিট না থাকায় গাড়ি চালানোর অপরাধে দুইজন হাইট্রলির ড্রাইভারকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬০,০০০/-(ষাট) হাজার টাকা জরিমানা করা হয় ও ভেকু মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, পাঁচকলিয়া ও বিলকালিদাহ এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন দৌলতপুর থানা পুলিশ, গণমাধ্যম কর্মী, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ ।