ছবি: সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে আসা বিজিপি-সেনা সদস্যসহ সবাইকে জাহাজে করে নিজ দেশে ফেরত পাঠানো হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই। তাদের দেশে এখন যুদ্ধাবস্থা চলছে। যারা এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রবেশ করছেন তারা জীবন বাঁচাতেই এসেছেন। এমনিতেই ১২ লাখ রোহিঙ্গা নিয়ে বিপাকে বাংলাদেশ। আর কোনো রোহিঙ্গাকেই নতুন করে এদেশে ঢুকতে দেয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রপথে জাহাজে করে মিয়ানমার তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফেরত নেয়ার সম্মতি দিয়েছে। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।