মো: আতিকুর রহমান ,দৌলতপুর প্রতিনিধি,
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে চায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। বিএনপি সংসদ নির্বাচনে না আসায় কোন প্রার্থী ইচ্ছুক না উপজেলা নির্বাচনে আসতে । এই উপজেলায় ৬ জন আওয়ামীলীগের সম্ভাব্য জোরালো চেয়ারম্যান প্রার্থী রয়েছে । এই উপজেলায় ৮ টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৯৬৮ জন। ৮ ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়ন নদী ভাঙ্গনের ফলে সদরের সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে রয়েছে নাজেহাল অবস্থা।
সরকার ঘোষিত মে মাসে চতুর্থ ধাপে এইবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে অনুষ্ঠিত তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথেই সম্ভাব্য সকল প্রার্থীরাই মত বিনিময় সভা করছে, হাটবাজার ঘাটে বসে আলোচনা করছে।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গ্রাম-গঞ্জে,হাট বাজারে,চায়ের দোকান,ওরশ মোবারক,ইসলামী সভা, সামাজিক অনুষ্ঠানে উপস্থিতিতে গণসংযোগ শুরু করেছেন। এছাড়া সকল প্রার্থী বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙ্গিয়ে গণসংযোগে ব্যস্ত রয়েছে।
এদের মধ্যে রয়েছেন , সেচ্ছাসেবকলীগে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা,
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর চকমিরপুর ইউনিয়ন দুইবারের সফল চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম শফিক,
ঢাকার রাজপথ কাঁপানো ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, বর্তমান বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান নাঈম,
জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: ফরিদ আহমেদ,
মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রভাষক শফিকুল ইসলাম শফিক,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো : রাজিদুল ইসলাম,
এবিষয়ে মোহাম্মদ নুরুল ইসলাম রাজা বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। উপজেলার সাধারন মানুষ ও চরাঞ্চলের খেটে খাওয়া মানুষের পাশে থেকে সেবা করার যথাযথ চেস্টা করেছি।
এ বিষয়ে এসএম শফিকুল ইসলাম শফিক বলেন,আমি দৌলতপুর উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, স্মার্ট বাংলাদেশ এবং উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখতে আপ্রাণ চেষ্টা করে যাবো।