আমার নিউজ ডেক্স,
শীতের কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিতে লেগেছে রং। বছর ঘুরে আবার উৎসবপ্রিয় বাঙালির দ্বারে উপস্থিত আজ পহেলা ফাল্গুন।
এ উপলক্ষে রাজধানীর সবচেয়ে বড় আর বর্ণাঢ্য বসন্ত বরণ উৎসব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। নাচ গান আর শোভাযাত্রায় দিনটিকে রাঙানোর চেষ্টা আয়োজকদের।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাসন্তি রঙে সেজে উৎসবে হাজির তরুণ- তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত আজ । বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল কিংবা রিং জড়িয়ে এসেছেন তরুণীরা। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছেন তারা।
তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’। নাগরিক ব্যস্ততার মাঝে একটু হাফ ছেড়ে বাঁচার চেষ্টা। ষড়ঋতুর এই দেশের প্রতিটি ঋতুকে বাঙালীর মনে ছড়িয়ে দেয়ার চেষ্টা থেকে ৩০ বছর ধরে এই আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।
এদিকে আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও পায় নতুন রুপ। দুটি দিবস একাকার হয়ে গেছে তারুণ্যের উচ্ছাসে।