নুসরাত জাহান তমিনা, স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিএনপির আটক নেতাকর্মীদের নি:র্শত মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ডামি নির্বাচনের মাধ্যমে অবৈধ সংসদ ভেংঙ্গে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবীতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট করা হয়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের শহরের বাসস্ট্যান্ড পদ্মা ফিলিং স্টেশনের সামনে থেকে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, জেলা বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত হওয়া,ডামি সরকারের আমলে,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান খুন-ধর্ষন,গ্যাস ও জ্বালানি সেক্টরে দুর্নীতি দ্বারা সৃষ্ট কঠিন সংকটের প্রতিবাদে-গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুণঃ প্রতিষ্ঠার পাশাপাশি প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভোমত্ব রক্ষার আন্দোলনে সাধারণ জনগণকে অতীতের মতো পাশে থাকার আহ্বান জানান।
তিনি আরোও জানান, বেগম খালেদা জিয়া সহ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপির নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও এক তরফার নির্বাচনে গঠিত সংসদ ভেংঙ্গে দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবী জানান।