1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

কলেজ ছাত্রের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ বার দেখা হয়েছে

নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের মো: নাঈমুর রহমান (২০) নামের এক কলেজ ছাত্রের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ৭দিনের মধ্যে উদ্ধার করে দিলো সদর থানা পুলিশ।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন নাঈমুরের উদ্ধারকৃত ফোনটি তার হাতে তুলে দেন।  তিনি সদর উপজেলার  নবগ্রাম এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে। সে সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র।

মোঃ নাঈমুর রহমান জানান, ১৫ দিন আগে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়।

সে জন্য খুব খারাপ লাগছিলো। পরে বন্ধুরা বলেন একটি জিডি করার জন্য। তাদের কথায় গত ৭ দিন আগে অনলাইনের মাধ্যেমে একটি জিডি করি। তবে আমার ধারনাই ছিলো না ফোনটি ফেরত পাবো। গত শানিবার রাতে থানা থেকে যখন আমাকে যানানো হলো আপনার হারানো ফোনটি উদ্ধার করা হয়েছে, আপনি নিয়ে যান। তখন থেকেই আমি আনন্দে খুশিতে মাতোয়ারা। কত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারছিনা।  আমার এই মোবাইল ফোনটি উদ্ধার করে দেওয়ায় সদর থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন, সদর থানার আইন-শৃঙ্খলা সুন্দর রাখার জন্য আমরা সর্বদায় কাজ করে যাচ্ছি। মনুষের অইন-শৃঙ্খলা জনিতো কোন সমস্যার জন্য আমাদের কাছে আসলে, আমরা চেষ্টা করি অতিদ্রুত সমাধান করার জন্য। যাতে কেউ বলতে না পারে পুলিশের কাছে গিয়ে হয়রানির শিকার হয়েছি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury