মীর মোহাম্মদ ফারুক,
রাজধানীর মোঃপুর এলাকার সরকারী শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে ১২৫৪ ও ১২৫৫তম স্কাউটিংবিষয়ক ও রিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী (শনিবার) বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রো পলিটনের ব্যবস্থাপনায় দিনব্যাপী আয়োজিত ও রিয়েন্টেশন কোর্সে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষন) আমিমুল এহসান খাঁন বক্তব্য রাখেন। কোর্স লিডার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্ত্বে এবংজাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোঃফারুকের সঞ্চালনায় সরকারী শারীরিকশিক্ষাকলেজের অধ্যক্ষ মোঃমজিবুর রহমান, প্রভাষক মোঃরুবেল খাঁন বক্তব্য রাখেন। পরেদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে শারীরিক শিক্ষা কলেজের ৪৩জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। সফল ভাবে কোর্স সমাপনি শেষে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার(প্রশিক্ষন) আমিমুল এহসান খাঁন সনদপত্র বিতরন করেন। দিনব্যাপী আয়োজিত কোর্সে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষন) আমিমুল এহসান খাঁন এলটি, মোঃ আক্তারুজ্জামান এলটি, রওশন আরা এলটি ও জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোঃফারুক এএলটি প্রশিক্ষক হিসেবে ছিলেন।
একই দিন রাজধানীর মোঃসরকারী শারিরিক শিক্ষাকলেজ মিলনায়তনে ১২৫৪তম স্কাউটিং বিষয়ক ও রিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে কোর্স সমাপনি শেষে সনদ পত্র বিতরন করেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রশাসন) মোঃরুহুল আমিন এলটি। দিনব্যাপী আয়োজিত ১২৫৪তম স্কাউটিংবিষয়ক ও রিয়েন্টেশন কোর্সে বাংলাদেশ স্কাউটসের পরিচালক পরিচালক (প্রশাসন) মোঃ রুহুল আমিন এলটি, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উপ কমিশনার (প্রশিক্ষন) মোঃআবু মোতালেব খাঁন এলটি, আব্দুল্লাহ আল আযাদ এএলটি ও সালমা খানম (উডব্যাজার) প্রশিক্ষক হিসেবে ছিলেন। দিনব্যাপী আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সে শারীরিক শিক্ষাকলেজের ৫৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।