বি: পাকিস্তানের পার্লামেন্ট
সদ্য নির্বাচিতদের আসন বণ্টনের জটিলতার মধ্যেই আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বসতে যাচ্ছে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন। এই অধিবেশন ডেকেছেন জাতীয় পরিষদের বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের নির্বাচন পরবর্তী ২১ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করার বিধান রয়েছে। সেক্ষেত্রে প্রেসিডেন্টের পক্ষ থেকে অধিবেশনের আহ্বান করা হয়। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসনগুলো বণ্টন না হওয়ায় জাতীয় পরিষদ অসম্পূর্ণ রয়েছে। আর জাতীয় পরিষদ স্পিকার পারভেজ আশরাফের দাবি, সাংবিধানিক সংকট কমাতে এই অধিবেশন ডাকা হয়েছে।
এদিকে, রাজনৈতিক দলগুলো আশা করছে বিজয়ী দলগুলোর মধ্যে জাতীয় পরিষদের সংরক্ষিত ৭০টি আসন বণ্টন করে দেবে পাকিস্তান নির্বাচন কমিশন। সংরক্ষিত আসন পেতে পারে কারাবন্দি ইমরান খানের পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রার্থীরাও। সূত্র: সামা টিভি