1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

মোটরসাইকেলের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, চালক সহ আহত ৩

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে
মো: মহিদ:
মানিকগঞ্জে  শহরে শিববাড়ীএলাকায় মোটরসাইকেলের চাপায় বিজয় (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আজ (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ শহরের  শিববাড়ী এলাকায়  এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহত বিজয় পৌর এলাকার নওখন্ডা গ্রামের জীবনের ছেলে। সে স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত বিজয়ের প্রতিবেশী আমিনুল ইসলাম শান্ত জানান, নিহত বিজয় ও তার দুই বন্ধু ছামির ও রাব্বী শিবাবাড়ি সড়কে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল। এসময় সদর উপজেলার উচুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ইয়ামিন দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শিববাড়ি এলাকায় ইয়ামিন নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনজনের ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে ইয়ামিনসহ চারজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিজয়কে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা জেলা আধুনিক  হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ বাহাউদ্দিন জানান, নিহত বিজয়ের মরদেহ মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury