আবিদা সুলতানা, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন।
আজ (২মার্চ) শনিবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) সুজন সরকার, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, সহ সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, কলেজের উপাধ্যক্ষ ড. মো: শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদের সম্পাদক গিরেন্দ্র কুমার রায়,উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড: আবু বকর ছিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম , কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ ইরাত কোরাইশী ইমন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির সহ কলেজের অন্যান্য শিক্ষক ও্র শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দেবেন্দ্র কলেজের সুসজ্জিত অডিটোরিয়াম উদ্বোধন করেন জাহিদ মালেক।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদ মালেক বলেন, পড়াশনার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নাই। খেলাধূলা করলে মানুষদের স্বাস্থ্য ও মন ভালো থাকে। যুব সমাজকে মাদক বা অন্য যে কোন খারাপ কাজ থেকে দুরে রাখে। দেবেন্দ্র কলেজের উন্নয়নেি আমার অতীতের ন্যায় উন্নয়নের ধারাবাহিকতা চলমান থাকবে।