হাসান সিকদার, বিশেষ প্রতিনিথি:
কৃষক মোঃ আব্দুল খালেক হত্যার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তিল্লী এলাকাবাসী।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন করে। এসময় খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানায় মানববন্ধনকারীরা।
জেলার সাটুরিয়া উপজেলার তিল্লীরচর এলাকার কৃষক মোঃ আব্দুল খালেককে পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। গত ২২ ফেব্রুয়ারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় একই পরিবারের আরও ২ জন আহত হয়।
এ ঘটনায় ১১ জনের নামে সাটুরিয়া থানায় একটি মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।