1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

টুইঙ্কেল চান, তার ছেলে-মেয়েরা পালিয়ে বিয়ে করুক

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। একটি পত্রিকার ফটোশুট করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন। তারপর সময় গড়ানোর সঙ্গে মজবুত হতে থাকে এ জুটির সম্পর্ক। ২০০১ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের ২৩ বছর। এ দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

সন্তানদের বিয়ে নিয়ে অবাক করা ভাবনার কথা জানালেন টুইঙ্কেল খান্না। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এ অভিনেত্রী বলেন, ‘আমার স্বামী (অক্ষয়) খুব বেশি হলে রাত ১০টা পর্যন্ত জাগতে পারেন। ২০ জনের বেশি মানুষ নিয়ে বাড়িতে ডিনার পার্টির আয়োজন করলে আমরা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়ি। আমি শ্বাস বন্ধ করে বলি, আমার ছেলে-মেয়েরা যদি আমাকে শান্তি দিতে চায়, তবে তারা যেন পালিয়ে গিয়ে বিয়ে করে।’

কয়েক মাস পরই ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ে। গত ১-৩ মার্চ ছিল তার প্রাক-বিয়ে অনুষ্ঠান। এতে বলিউডের অধিকাংশ তারকাই যোগ দিয়েছিলেন। এ তালিকায় ছিলেন অক্ষয়-টুইঙ্কেল দম্পতিও। মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে এত লোক সমাগম ও এলাহি আয়োজন দেখে যেমন মুগ্ধ, তেমনি ভীত টুইঙ্কেল। এ কারণে নিজের ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার কথা বলেন এই অভিনেত্রী।

২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury